নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত নভেম্বর-২০২৫ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদকদ্রব্য, বাল্যবিবাহ ও ভেজাল প্রতিরোধে জোরদার তৎপরতা চালানোর নির্দেশ দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধচিত্র, গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির অগ্রগতি, বিদ্যুৎ ব্যবস্থাপনা, বাজার মনিটরিং এবং জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো- মাদক ব্যবসা, জুয়া, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্যের বিরুদ্ধে ভোক্তা অধিকার অভিযান জোরদার করা হবে। স্থানীয় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং চালানো হবে। চুরি ও অসামাজিক কার্যক্রম রোধে পুলিশের তৎপরতা বাড়ানো হবে।
আত্মহত্যা প্রতিরোধে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সমন্বয়ে সচেতনতা কার্যক্রম হাতে নেওয়া হবে। বিদ্যুৎ অফিসের দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং ট্রান্সফরমার চুরি রোধে গ্রাম পুলিশ সদস্যদের কাজে লাগানো এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে “মা সমাবেশ” আয়োজন করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন করার আহবান জানানো হয়।
পৌর এলাকায় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নামাজের সময় ব্যতীত প্রচারণামূলক মাইকিংয়ের অনুমতি থাকবে। পৌর এলাকায় অভিযান চালিয়ে রাস্তার ওপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।
সভায় জানানো হয়, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে মামলার সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। গ্রাম আদালতে দায়ের ও নিষ্পত্তিকৃত মামলার হার সন্তোষজনক হলেও কিছু ইউনিয়নে অনিষ্পন্ন মামলার সংখ্যা বেড়েছে।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, গন্ডা ইউনিয়ন চেয়ারম্যান কৃষিবিদ কল্যান, নওপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন,
“সমাজে অপরাধ প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে।”