নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ছয়টি ফার্মেসী পরিদর্শন করে এই ভ্রাম্যমান আদালত।
পরিদর্শনে তিনটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ানের স্যাম্পল বিক্রি ও অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত দত্ত ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, বদরুর ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং আনোয়ার ফার্মেসিকে সাত টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়েছে।
অভিযান চলাকালীন বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ, হোটেল ও মিষ্টির দোকানে পরিচ্ছন্নতা রক্ষা এবং মিষ্টির প্যাকেটের ওজন সঠিকতা মনিটরিং করা হয়। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ টিম সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন,“জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।