নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা চত্বর এলাকায় “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, কেন্দুয়া উপজেলা শাখা” এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারি শিক্ষক-কর্মচারীদের তুলনায় তারা অর্ধেকেরও কম সুবিধা পাচ্ছেন। তাই সরকারের প্রতি তাদের দাবি- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
বিক্ষোভ চলাকালীন সময়ে কেন্দুয়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ ডিলার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান।
তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদার পক্ষে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সকল আন্দোলন ও কর্মসূচিতে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সার্বিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ শতাধিক ব্যক্তি অংশ নেন। বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ে দাবি বাস্তবায়নের আহবান জানান এবং বলেন, প্রয়োজনে এ দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।