মৌলভীবাজার প্রতিনিধি:
চলতি বছরে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫ তাসনিয়া আমরিন মিম। সে ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। তবুও অদম্য চেষ্টায় মেধাবী মিম থেমে থাকেন নি। প্রবল ইচ্ছে শক্তি ও মনোবলকে কাজে লাগিয়ে এবাবের এইচএসসি পরীক্ষায় সিলেট এমসি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। মিম মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভাটেরা গ্রামের মৃত সফর আলী ও দিলারা দম্পতির সন্তান।
মিম এর ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানব সেবা করতে চায় বলে জানিয়েছেন। অন্যজন মাহবুবর রহমান রাফি জিপিএ-৫ পাওয়া রাফি হতে চান ডাক্তার মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই নাইট চৌমুহনীর স্বর্ণ ব্যবসায়ী বশির মিয়া ও ফাতিমা দম্পতির সন্তান রাফি। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট এমসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। রাফির ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করতে পারেন সেজন্য সকলের দোয়া চেয়েছেন।