নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জনতা ব্যাংক পিএলসি’র প্রথম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া পৌরসদরের কোর্ট রোডে অবস্থিত নবনির্মিত জনতা ব্যাংক উপশাখা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
শারীরিক অসুস্থতার কারণে জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মজিবর রহমান স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তিনি উপস্থিত গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফয়েজ আলম। তিনি ফিতা কেটে উপশাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার।
উপশাখার ব্যবস্থাপক রুহুল আমিন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, নেত্রকোনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী খাইরুল কবির নিয়োগী,জামায়েত ইসলামী কেন্দুয়া শাখার আমীর সাদেকুর রহমান কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে জনতা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ জনগোষ্ঠীর কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কেন্দুয়া উপশাখার উদ্বোধন একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ উপশাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং ব্যাংকের সার্বিক সফলতা কামনা করেন।