ইবি প্রতিনিধি:
আগামী ২৫ অক্টোবরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ইকসু) এর গঠনতন্ত্র প্রণয়ন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান। রবিবার(১৯ অক্টোবর) বিকাল তিনটার দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
তিনি জানান, “আমাদের কমিটি বাইরের ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হাসান সিদ্দিকী আছেন। উনাদের নিয়ে আমাদের একটি মিটিং করতে হবে এবং গঠনতন্ত্রে তাদের স্বাক্ষর লাগবে। সেই মিটিংটা আমরা খুব শীঘ্রই করবো। উনারা বলেছেন, ‘যে কোনো শনিবার দিন ডেট দিতে পারবো, তার আগে না।” আমি গতকাল তাদের সঙ্গে কথা বলেছি। তারা বললেন, “ঠিক আছে, আপনি ২৫ তারিখে ডেট দেন।’ ওইদিন আমরা বসে উনাদের স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জমা দেবো। এই পর্যন্ত আমাদের কর্মের অগ্রগতি।”
এর আগে সকল ছাত্রসংগঠন ও সাংবাদিকদের সাথে কথা বলে গঠনতন্ত্র, গঠন এবং বিধিমালা প্রণয়নে খসড়ার বিষয়ে মতামত নেয় এই কমিটি।
তিনি আরও জানান, “ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠন করার জন্য সংবিধি বা গঠনতন্ত্র প্রণয়নে মাননীয় উপাচার্য ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। এই কমিটি এই পর্যন্ত মোট সাতটি সভা করেছে। তার মধ্যে এই সাতটি সভার দু’টি সভা আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়েই আমরা মিটিং করেছি। সেখানে আমরা একটা খসড়া সংবিধি তৈরি করেছি এবং সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তাদের গঠনতন্ত্র নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা যুগোপযোগী এবং সুষ্ঠু ও সুন্দর গঠনতন্ত্র আমরা তৈরি করার চেষ্টা করেছি। আমরা ছাত্রদের মতামত নিয়েছি। তারা মোটামুটি সন্তুষ্ট, দু’-একটা বিষয়ে পরামর্শ দিয়েছে, সে পরামর্শগুলোও সেখানে ইনকর্পোরেট করেছি।”