নিজস্ব প্রতিবেদক: বাহিরে থেকে কিনে খাওয়ায় খরচ বেশি হওয়ায় প্রায় আট মাস আগে নিজের বাড়ির পেছনে গাঁজা চাষ শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মুকুল মিয়াকে (৫৫) আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত মুকুল মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত জিন্নত আলী ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল নিজেই গাঁজাসক্ত ব্যক্তি।
রবিবার (১৯ অক্টোবর) সকালে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর গ্রামে অভিযান চালায়। পরে মুকুলে চাষকৃত গাঁজা গাছগুলো উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ও চোরাচালান বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ এ ধরনের অভিযানে আরও সক্রিয় হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আটক মুকুলের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।