নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার তিনটি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এতে এলাকায় শিক্ষার মান নিয়ে দেখা দিয়েছে চরম হতাশা ও উদ্বেগ।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- গোপালপুর মডেল কলেজ, জনতা আদর্শ কলেজ এবং গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ।
গোপালপুর মডেল কলেজ থেকে এ বছর ১২ জন পরীক্ষার্থী অংশ নেয়; সবাই অনুত্তীর্ণ হয়। জনতা আদর্শ কলেজ থেকেও নয় জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। অন্যদিকে, গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর কোনো শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়নি।
গোপালপুর মডেল কলেজের অধ্যক্ষ সুজিত কামিত্ম কর বলেন, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী নয়। অনেকেই গার্মেন্টসে চাকরি করতে চলে গেছে। তাছাড়া কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় খণ্ডকালীন শিক্ষক দিয়েই পাঠদান করতে হয়। এতে শিক্ষার মান ব্যাহত হয়।
জনতা আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজিম উদ্দিন ফকির বলেন, এবার আমাদের কলেজ থেকে নয় জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সবাই ফেল করেছে। গতবছর ফলাফল ভালো হলেও এ বছর প্রত্যাশার চেয়ে খারাপ হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন বলেন, যেসব কলেজে পাসের হার শূন্য, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ, আর নেত্রকোণা জেলায় ৪৭ দশমিক ৩৯ শতাংশ।