নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার সোমেশ্বরী হলরুমে দুর্গাপুর সাংবাদিক সমিতি এই কর্মশালা আয়োজন করে। এতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মামুন রণবীর এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার আল ইমরান। তিনি সংবাদের নানা কলাকৌশল,উপস্থাপন শৈলী, প্রমিত বাংলা উচ্চারণ, ক্যামেরা এঙ্গেল, শট ডিভিশন, কন্টেন্ট তৈরির কৌশল, বৈচিত্র্যময় কন্টেন্টের নানা উপাদানসহ মাল্টিমিডিয়া সাংবাদিকতার সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এই কর্মশালায় অংশগ্রহণ করেন এস এম রফিকুল ইসলাম, ডা. মো: কামরুল ইসলাম, রাজেশ গৌড়, ইয়াসিন মিয়া, ডা. মাও. আলী উসমান, পলাশ সাহা, শফিকুল আলম সজীব, নূর আলম, আদনানুর রহমান, হৃদয় আহমেদ, আল আমিন, মাসউদুর রহমান এবং শাহীন মিয়া।
আয়োজনে অংশগ্রহণকারীরা বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আয়োজন। এই কর্মশালা সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে। এমন আয়োজন অব্যাহত থাকুক।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণার্থীদের প্রত্যয়ন পত্র প্রদান করা হয়।
দুর্গাপুর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক সমিতি কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।