রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর দুই তীরে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় নদীর তীরবর্তী ১১টি স্থানে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আন্দোলনের সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাই সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী।
প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর রংপুর অঞ্চলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। অচল করে দেওয়া হবে রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান।”
আয়োজকদের ভাষ্য, তিস্তা পাড়ের বিভিন্ন স্থানে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন দুই পাড়ের লক্ষাধিক মানুষ। মশালের আলোয় তিস্তা তীরজুড়ে প্রতিধ্বনিত হয় স্লোগান—‘তিস্তা বাঁচাও, উত্তরাঞ্চল বাঁচাও’।
উল্লেখ্য,উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা শুকনো মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় তিস্তা নদী পুনরুদ্ধার ও পানি ব্যবস্থাপনা নিয়ে সরকার ‘তিস্তা মেগা প্রকল্প’ হাতে নেওয়ার উদ্যোগ ঘোষণা করেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে এ অঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশ পুনরুজ্জীবিত হবে।