দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: মানবতার জয় হলো আবারও। নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের দিনমজুর শাহআলম ও অযুফা দম্পতির ছোট ছেলে আরাফাত দীর্ঘদিন ধরে ভুগছিল হার্নিয়া রোগে। অভাব-অনটনে জর্জরিত পরিবারটির পক্ষে অপারেশনের খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।

ছেলের এই কষ্টের কথা একদিন মা অযুফা শেয়ার করেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম শাহজাহান কবিরের সঙ্গে। মানবিক শিক্ষক শাহজাহান কবির বিষয়টি “কলমাকান্দা পরিবার” পোর্টালে তুলে ধরেন একটি ভিডিওর মাধ্যমে, যেখানে আরাফাতের চিকিৎসার অনুরোধ জানানো হয় সমাজের সহৃদয় মানুষদের কাছে।

ভিডিওটি পৌঁছে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এঁর নজরে। বিষয়টি জানার পর তিনি দ্বিধা না করে তাৎক্ষণিক নির্দেশ দেন কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিক্ষক মুহাম্মদ এনামুল হক তালুকদারকে, যাতে আরাফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল আশ্বাস দেন, চিকিৎসার সকল খরচ তিনি নিজেই বহন করবেন। তাঁর নির্দেশনা ও সহযোগিতায় আরাফাতকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের তত্ত্বাবধানে ১৪ অক্টোবর সফলভাবে সম্পন্ন হয় ছোট্ট আরাফাতের অপারেশন এবং পরদিন ১৫ অক্টোবর তাকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

ছোট্ট আরাফাত এখন হাসছে নতুন করে, যার হাসির পেছনে রয়েছে এক মানবিক হৃদয়ের ছোঁয়া, এক ব্যারিস্টার কায়সার কামালের অকৃত্রিম দয়া ও দায়িত্ববোধের গল্প।

আর এই গল্পটি প্রমাণ করে, মানবতার রাজনীতি এখনো বেঁচে আছে মানুষের ভেতর, যেখানে একটি শিশুর হাসি হয়ে ওঠে সবচেয়ে বড় অর্জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version