নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ইউএনও’র সৌজন্যে দুইটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দৈনিক জনবাণীর ডিমলা উপজেলা প্রতিনিধি রুহুল আমিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.ইমরানুজ্জামান কে শিশু ওয়ার্ডে ফ্যানের অভাবের কথা উল্লেখ করে একটি বার্তা পাঠান। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ইউএনও পদক্ষেপ নেন এবং পরবর্তী মঙ্গলবার(১৪ অক্টোবর) হাসপাতালের শিশু ওয়ার্ডে দুইটি সিলিং ফ্যান প্রদান করেন।
এতে শিশু রোগীদের স্বজন ও এলাকাবাসী ইউএনও’র এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, “শিশু ওয়ার্ডে আগে গরমে থাকা কষ্টকর ছিল, এখন ফ্যান বসানোর ফলে স্বস্তি মিলবে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউএনও’র সহায়তায় এখন শিশু ওয়ার্ডে চিকিৎসা গ্রহণকারীরা আগের তুলনায় অনেক আরামদায়ক পরিবেশে চিকিৎসা নিতে পারবেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.ইমরানুজ্জামান বলেন,“জনগণের সমস্যা জানলেই তা সমাধানের চেষ্টা করা সম্ভব। শিশুরা দেশের ভবিষ্যৎ—তাদের আরাম ও সেবার মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সাংবাদিক সমাজ এমন ইতিবাচক উদ্যোগ জানালে আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।”