নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে রায়হান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রায়হান ওই গ্রামের মো. আক্তার ও রাজিয়া বেগমের জ্যেষ্ঠ সন্তান।
রায়হান সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী এবং নিয়মিত একটি স্থানীয় মক্তবে আরবি পড়ত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে সর্প দংশনের ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে টয়লেটে যায় রায়হান। এ সময় টয়লেটের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। ছোবল খেয়ে রায়হান চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসাইন লিংকন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ করেই প্রাণ হারানো রায়হানের মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শিশুটির অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, চঞ্চল ও মিষ্টভাষী রায়হানকে সবাই ভালোবাসত। তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছে না।