নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় ভেজাল ও অননুমোদিত পশু ও মৎস্য ফিড বিক্রয়ের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় কেন্দুয়া পৌরশহরের বিভিন্ন মৎস্য ও পশুখাদ্য বিক্রয়কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয়ের দায়ে ‘মানিক ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও প্রসিকিউটর ডা. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম সহায়তা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০” এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারার অধীনে মানিক ট্রেডার্সকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।