আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
“হাত ধোয়ার নায়ক হোন — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য অধিদপ্তর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর আলম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রাজিব আহমেদ , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা প্রবীর, উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ রফিকুল ইসলাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।