দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী ফান্দা বাজারে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আয়োজনে মাদক বিরোধী কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বিএনপি ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ ও দেশের শত্রু তারা’’ এই প্রতিপাদ্যে সামনে রেখে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল ইসলামের এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সহ:সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন সহ প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের কারণে পরিবারের পর পরিবার ধ্বংস হচ্ছে। একটি পরিবারে একজন মাদকসেবী থাকলে সেই পরিবার কিছুতেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই যারা মাদক সেবন করে তারা হয়তো আপনার আমার ভাই আমরা তাদেরকে বোঝাবো তারা যেন মাদক থেকে দূরে সরে আসে। আর যে সকল মাদক ব্যবসায়ীরা অর্থের লোভে বিভিন্ন মাদক ছড়িয়ে দিয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে সাত দিনের মধ্যে সবকিছু ছেড়ে আশার আহ্বান জানান নেতা কর্মীরা। অন্যথায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা বিএনপি আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান নেতাকর্মীরা।