দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান কেন্দুয়া উপজেলায় দিনব্যাপী সরকারি, প্রশাসনিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

সকাল ১১টায় কেন্দুয়া থানা পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর শুরু হয়। এরপর সাড়ে ১১টায় তিনি মতবিনিময় সভায় যোগ দেন এবং দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। দুপুরে তিনি কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেন্দুয়া পৌরসভা ঘুরে দেখেন।

সূচির বাইরে দুপুর সোয়া ১টায় জেলা প্রশাসক কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে কিছু সময় কাটান এবং বিকেল আড়াইটায় সফরসূচি অনুযায়ী কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

দিনের দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৩টায় তিনি বাউল কবি দীন শরৎচন্দ্র নাথের স্মৃতি ফলক উদ্বোধন করেন, বিকেল ৪টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং বিকেল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত ‘জালাল মঞ্চ’ উদ্বোধন ও বাউল সন্ধ্যায় যোগ দেন।

এ সফরকে সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও বিভিন্ন সরকারি দপ্তর সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কেন্দুয়ার বরেণ্য বাউল কবি ও শিল্পী আব্দুস সালাম সরকারের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসকের এ সফরকে ঘিরে কেন্দুয়ায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version