নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দায়ও এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
জানা গেছে, শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি- ২০ শতাংশ বাড়িভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ, এই তিন দফা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারাদেশের শিক্ষক সমাজ। এর প্রতিবাদে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বানে রবিবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
কলমাকান্দা উপজেলা শিক্ষক সমাজের নেতৃবৃন্দ জানান, আমরা সরকারের কাছে অনুরোধ করছি, শিক্ষকদের উপর হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এদিকে কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছে।