নিজস্ব প্রতিবেদক: ‘সমন্বিত উদ্যাগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্যে নানান আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নেত্রকোনা এর বাস্তবায়নে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিছ শেষে মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।
পরে মোহাম্মদ রুহুল আমীন এর সভাপতিত্বে মোক্তারপাড়া মাঠে মহরা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা,ফায়ার সার্ভিসের কর্মীরা, জেলা স্কাউট সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটির নেত্রকোনা ইউনিটের সদস্যসহ অন্যান্যরা।
অগ্নিনির্বাপন, ভূমিকম্পসহ বিভিন্ন বিষয়ে দূর্যোগ প্রশমনে মহড়া প্রদর্শন করে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা।