স্টাফ রিপোর্টার:
হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নে সরকারি বেসরকারি প্রচেষ্টা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমীর আয়োজনে আজ সন্ধ্যায় ফিমেইল একাডেমীর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপসচিব দূরের শাহনেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মো: আজিজুল সিকদার, দিরাই উপজেলার সহকারী কমিশনার, ভূমি কর্মকর্তা অভিজিৎ সুত্রধর, সমাজকর্মী মেনন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক । সেমিনারে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল নাজমা বেগম। সঞ্চালনায় ছিলেন একাডেমির শিক্ষক নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বুরহান উদ্দিন, শামসুল ইসলাম খেজুর, মোজাহিদ সরকার প্রমুখ।
উল্লেখ্য, দম্পত্তি জামিল চৌধুরী ও বেগম রোকেয়া চৌধুরী-১৯৮০ সালে তাদের নিজস্ব ফান্ড দিয়ে ৮ একর জায়গা খরিদ শুরু করেন। ২০০২ সালে নিজস্ব ফান্ড দিয়ে দুই/তিন তলা ভবন নির্মাণ করেন। ২০০৬ সালে মাত্র তিনটি ক্লাস দিয়ে, ৬ এপ্রিল, ৯০জন ছাত্রী ভর্তি করানো হয়। ৭০ জন দেশি ও প্রবাসী বাংলাদেশি এবং ৪ জন ভিনদেশি সহ বিভিন্ন জনের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে, তিনটি ক্লাস শুরু করেন। পরবর্তীতে ১ম শ্রেণি, কলেজ, নার্সিং কোর্সগুলো চালু করেন।
এভাবেই মানবকল্যাণে এই দম্পত্তির যাত্রা শুরু। “বাংলাদেশ ফিমেইল একাডেমি (Bangladesh Female Academy-BFA) এর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী এবং বেগম রোকেয়া চৌধুরী। অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ জনকল্যাণ সংসদ (GJKS) দিরাই এর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী ও বেগম রোকেয়া চৌধুরীর উদ্যোগে ও নিজস্ব ফান্ডে, বাংলাদেশ ফিমেইল একাডেমি(BFA) দিরাই সুনামগঞ্জ, দিরাই পৌরসভায় মেইন রোডে অবস্থিত।