নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারশো ৫০ জন ছানি রোগী সফল অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়েছেন। তাদের মধ্যে দুইশো ৩৫ জন নারী এবং দুইশো ১৫ জন পুরুষ।
এই চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহায়তা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
মানবিক এই কার্যক্রমের ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজার এলাকায় বিনামূল্যে চশমা বিতরণ এবং অপারেশন হওয়া রোগীদের ফলোআপের ব্যবস্থা করা হয়।
ছানি অপারেশন পরবর্তী সর্বশেষ ধাপের ৫৬ জন রোগীকে এই দিন চশমা দেয়া হয়।
চোখের চিকিৎসা ও চশমা পেয়ে রোগীরা জানান, বিনামূল্যে এই সেবা পেয়ে তারা আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। এখন তাদের চলতে ফিরতে আর কোন সমস্যা হচ্ছে না। চোখের আলো ফিরে পেয়ে তাদের জীবনে ফিরেছে আশার আলো।
এই মানবিক উদ্যোগ নেয়ায় তারা ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দুর্গাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, গত ফেব্রুয়ারী মাসে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে নয়শো ৩২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে চিকিৎসা সেবা দেয়া হয়। এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।