সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আকস্মিক পরিদর্শনে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষকদের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন।
বিদ্যালয়ে পাঠদান করলেন ইউএনও সুলতানা জেরিন।
পরিদর্শনের এক পর্যায়ে তিনি নিজেই শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজী বিষয়ে পাঠদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বলেন, কেবল সিলেবাস শেষ করাই পড়াশোনার মূল উদ্দেশ্য নয়, বরং শিক্ষার্থীদের যেন প্রতিটি বিষয় সুস্পষ্ট ধারণা নিয়ে বুঝতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আধুনিক ও কার্যকর পাঠদান কৌশল প্রয়োগের জন্য শিক্ষকদের উৎসাহিত করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে ইউএনও সুলতানা জেরিন অত্র বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অংশ নেন। এই সমাবেশে তিনি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সন্তানের শিক্ষার ক্ষেত্রে কেবল শিক্ষকেরাই নন, অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খোঁজখবর রাখা এবং পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করা আবশ্যক। তিনি ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।