নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২নং মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র স্থানান্তর না করার দাবীতে এক মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এম এ ছালাম দিশারী, ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মিয়া, মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মিজানুর রহমান, বিএনপি নেতা ডাক্তার সোহেল, আব্দুল খালেক, আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, মাওলানা আব্দুল কুদ্দুস, হাজী আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি ডাক্তার আব্দুস সাত্তার, সুসং সরকারি কলেজ ছাত্রদল শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক জুবায়েল হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত তিন দশক ধরে ২নং মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে শান্তিপুর্ণ ভাবে দেশের সকল নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ওয়ার্ডের এই অংশে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার। অন্যদিকে একটি কুচক্রী মহল যেখানে ভোট কেন্দ্র স্থানান্তর করতে চাচ্ছে, সেখানে ভোটার সংখ্যাও কম এবং যাতায়াতে ভোটারদের অনেক অসুবিধা পোহাতে হবে। তাই তাদের ওই চক্রান্ত কোন ভাবেই সফল হতে দেবো না।
বক্তারা আরো বলেন, আমরা চাই বর্তমান কেন্দ্রই ভোট কেন্দ্রটি বহাল থাকুক। তাই এলাকার সর্বস্তরের মানুষ মিলে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। ভোট কেন্দ্র স্থানান্তর করতে দেবো না, দেবো না।