নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১ টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ইউএনও এর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এবং উপজেলার সরকারি দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন- থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, এনসিপি’র নেতা আবু কাওসার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, শিক্ষক একেএম শাহজাহান কবীর, সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমুখ।
বক্তারা উপজেলা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা ও স্থানীয় জনগণের সার্বিক সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে মূল গেইট ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।