গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌর শহরের উদয়সাগর নামক গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৮) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২ অক্টোবর বৃহস্পতিবার বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় সুমনের স্ত্রীর ছোট বাচ্চা থাকায় স্থানীয়রা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ী হতে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফেন্সিডিলসহ তাদের আটক করে নিয়ে যায় ডিএনসি’টিম। আটককৃত, সুমন সরকার পলাশবাড়ী পৌরসভার উদয় সাগর গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং একই উপজেলার আঞ্জুয়ারা বেগম তালেব উদ্দিনের কন্যা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা টিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ।