নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শহীদ ও আহতদের পরিবার-পরিজনরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছেন।
রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে নিহত ও আহতদের পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনগত সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি জানান। তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদ ও আহতদের জন্য সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তাদের দাবির মধ্যে ছিল- নিহত ও আহতদের “গণতন্ত্রের বীর শহীদ” ঘোষণা, পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা ব্যয় বহন, মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ।
শহীদ পরিবারের স্বজনরা বলেন, আমরা চাই আমাদের আত্মত্যাগ বৃথা না যাক। শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্য দিয়েই তাদের আত্মার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো সম্ভব।
ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
এসময় কলমাকান্দা উপজেলার শহীদ চার পরিবারের সদস্যসহ আহতদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।