কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন আরেকটি গান রিলিজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) পলাশের নিজস্ব ইউটিউব চ্যানেল (Enamul Haque Palash) থেকে ‘চাকা’ শিরোনামের গানটি রিলিজ করা হয়।
আধুনিক ধারার এই গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীত শিল্পী জুয়েল আজাদ। সুর করেছেন অলক বাপ্পা। সঙ্গীতায়োজন করেছেন ইয়ামিন ইলান।
শিল্পী জুয়েল আজাদ বলেন, গানটির কথা ও সুর আমার ভালো লেগেছে। আমি মনপ্রাণ উজার করে গেয়েছি।
গীতিকার এনামূল হক পলাশ বলেন, এটি মূলত মানুষ আর মানব সভ্যতার একটি চিত্রকল্প। আধুনিক এই গানটিতে সুরকার ও শিল্পী প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আশা করি সব ধরণের শ্রোতাদের গানটি ভালো লাগবে।
গানটির সুরকার অলক বাপ্পা বলেন, এনামূল হক পলাশের লেখা এই গানটি খুব আধুনিক একটি গান। মানুষের যাপিত জীবন তার লিরিকে আমি পেয়েছি। এমন একটা গানের সুর করতে পেরে আমি আনন্দিত।
ই-মিউজিক প্রোডাকশন হাউজের উদ্যোগে গানটির লাইন প্রযোজকের কাজ করেন জুয়েল আজাদ, সিনেমাটোগ্রাফি করেন দীপু ইসলাম, ভিডিও এডিটিং করেন আশফাকুর রহমান এবং ভিডিও ডিরেকটর হিসেবে কাজ করেছেন ইয়ামিন ইলান।
এর আগে এনামূল হক পলাশের রাত্রির গান, গণতন্ত্রের গান, বাউল জন্ম, যে আমারে ভালোবাসে, আগুনের গান, রশিক হাওয়া, নয়া পানির তিতনা পুটি, শুন্য বোতল, সাদাকালো জীবন, প্যাঁচিয়ে থাকা দড়ি, কেমন করে সাধু হবো, একটি তারেই মুনতাহাতে, আমারে বনবাসে রাইখ্যা বন্ধু, ভালো আমি বাসলাম যারে, ঈদের গান, মন আমার মোচড় মারে, পরানের হাঁস সহ অনেক জনপ্রিয় গান মুক্তি পেয়েছে।
কবি এনামূল হক পলাশ বাংলা ভাষার সহজিয়া ধারার একজন প্রতিশ্রুতিশীল কবি, ভাবুক, অনুবাদক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক ও গীতিকার। তিনি বামপন্থী বিপ্লবী রাজনৈতিক ধারার একজন কর্মী ছিলেন। তিনি অন্তরাশ্রম নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং একই নামে একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করেন।
২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে এনামূল হক পলাশ ছিলেন একজন সামনের সারির যোদ্ধা। সম্প্রতি তিনি জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লব নিয়ে কাজ করে একজন আলোচিত ব্যাক্তিত্ব।