নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নে যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এমন অভিযোগ আনয়ন করে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সংবাদ করা হয়ছে।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩টা কেন্দুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
এতে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানায়, গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবুল স্থানীয় একটি কোচিং সেন্টারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে অন্যান্য নেতাকর্মীরা ছুটে গেলে তাদেরও মারধর করা হয়।
এ ঘটনায় যুবদল নেতা হাবিবুর রহমান হাবুল (৪০), কৃষকদল নেতা নবীজুল (৩৫), ছাত্রদল নেতা রয়েল মিয়া (২২) ও রামিম (২০) আহত হন। গুরুতর আহত হাবিবুর রহমান হাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
কেন্দুয়া উপজেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এ সংবাদ সম্মেলনে।