নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার দোষীদের দ্রুত বিচার এবং ভারতের আধিপত্যের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘পূর্বধলার সর্বস্তরের বিপ্লবী জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাছারী মাদ্রাসার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শরীফ উসমান হাদি ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে নয়, বরং প্রতিবাদের চেতনাকেই হত্যার শামিল। তারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
মিছিলে এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয় ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন মিজবাহ, পূর্বধলা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আমিনুল হক লিমনসহ স্থানীয় আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নিহত শরীফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ছাদেক আহমেদ।


