নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা বাজারে উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রোগ্রামে বিএনপি’র নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ২টায় কেন্দুয়া উপজেলা পরিষদ থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া পৌরসভা হয়ে থানার ভিতর গোলচত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।
এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদেকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হামলার প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি। প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। যারা এ হামলায় জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। না হয় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে বক্তব্য দেন জামায়াতের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) বিকালে জামায়াতের নির্বাচন কমিটির মিটিং কেন্দুয়ার সান্দিকোনা বাজারে বিকাল ৩টায় চলাকালে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হাবিবুর রহমান হবুর নেতৃত্বে হামলা করলে জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী আহত হন। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দুয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।