ইবি প্রতিনিধি:
৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাস সরবরাহের আবেদন জানিয়েছে শাখা ছাত্রশিবির।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বরাবর এই আবেদন পত্র জমা দেন সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র অধিকার সম্পাদক জাকারিয়া হোসাইন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আসন্ন ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটির কেন্দ্র ঢাকায় হওয়ায় এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর একযোগে ঢাকায় যাতায়াত পরিবহন সমস্যার সৃষ্টি করেছে। ব্যক্তিগত উদ্যোগে এত সংখ্যক শিক্ষার্থীর ঢাকায় যাওয়া একদিকে যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি এটি অনেক কষ্টসাধ্যও। এই মুহূর্তে শিক্ষার্থীদের সম্পূর্ণ মনোযোগ পরীক্ষার প্রস্তুতির দিকে থাকা উচিত।”
তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা প্রদান করা একান্ত জরুরি। শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণে এটি সহায়তা করবে।এই প্রয়োজনীয়তা অনুভব করে, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল পরিবহন প্রশাসকের সাথে সাক্ষাৎ করে এই দাবিটি তুলে ধরি। পরবর্তীতে, মাননীয় উপাচার্য স্যারের কাছেও আমরা একই দাবির কথা জানিয়েছি। উপাচার্য স্যার আমাদের দাবি পূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।”