বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কয়েকটি বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে সিলেট বিভাগ থেকে মনোনয়ন পেয়েছেন রাহাত শামস। বিসিবির ক্যাটাগরি-১ অনুযায়ী, সিলেট থেকে কেবল একটি মনোনয়নপত্র জমা পড়ে, যা ছিল রাহাত শামসের। ফলে তিনি প্রতিদ্বন্দ্বী ছাড়াই পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
রাহাত শামস একজন সাবেক ক্রিকেটার এবং দীর্ঘদিন ধরে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করছেন। তার নির্বাচনকে ঘিরে সিলেট ক্রিকেট অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। অন্যদিকে, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান এবং বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে দুইটি পরিচালক পদের জন্য কেবল এ দুই প্রার্থী মনোনয়ন জমা দেন। বরিশাল বিভাগেও একই চিত্র দেখা গেছে।
উল্লেখ্য, বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। তবে যেসব পদের জন্য একজন মাত্র প্রার্থী রয়েছেন, সেগুলোতে নির্বাচনের প্রয়োজন পড়ছে না।