রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় খালিসা চাপানী ইউনিয়নের ললকুড়াপার এলাকায় পুকুরে ইঞ্জিন চালিত শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৭ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি), ডিমলা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ইউএনও মো. ইমরানুজ্জামান জানান,পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে ডিমলা উপজেলা প্রশাসন।