আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উৎসবের আমেজে উদযাপনের জন্য শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। এ বছর উপজেলায় মোট ৩৮ টি পূজা মণ্ডপে দূর্গাপূজা পূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও আনসার সদস্যদের নিয়োজিত করা হবে। দর্শনার্থীদের জন্য শৃঙ্খলাবদ্ধ পরিবেশে পূজা দেখার ব্যবস্থা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে। এবারের দুর্গোৎসবকে ঘিরে আটপাড়ার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে গত সোমবার সকাল ১১ টায় উপজেলা।
হলরুমে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়, এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান তাঁর বক্তব্যে বলেন এবার পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে৷ প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে, ভ্রাম্যমাণ টিম ও মনিটরিং টিম সার্বক্ষণিক তদারকি করবে।” আটপাড়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী কঙ্কন চৌধুরী বলেন “আমরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় চলছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আশা করি, এবারও সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন।”