জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন ছাত্রদল নেতা ও বর্তমান কমিটির আহবায়ক সদস্য আবু বকর খান। তিনি জুলাই আন্দোলনের অগ্রসর সৈনিক হিসেবেও পরিচিত।
স্যানিটারি ভেন্ডিং মেশিনটি ছাত্রী হলের তৃতীয় তলায় কমনরুমের পাশে স্থাপন করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন পাবেন। বাজারমূল্য ১০ টাকার প্যাড পাওয়া যাবে ৮ টাকায় এবং ৮ টাকার প্যাড পাওয়া যাবে ৬ টাকায়। প্রতিটি প্যাডে প্রায় ৩০ শতাংশ মূল্যছাড় বহন করবে আবু বকর খানের প্রতিষ্ঠিত সংগঠন ‘শহিদ সাজিদ মেডি এইড, জবি’। গত জুলাই মাসে তিনি ‘শহিদ সাজিদ মেডি এইড, জবি’ নামে একটি মেডিকেল সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে নানাবিধ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ বিষয়ে আবু বকর খান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক অধিকার চিকিৎসা সেবা থেকে যথেষ্ট বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চাহিদা পূরণে ব্যর্থ। নিজের সামান্য উদ্যোগে এই প্রচেষ্টা নিয়েছি এবং সবসময় বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে জবিয়ান শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”