দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রাথুরা এলাকায় মাদক বিরোধী অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।উপজেলার রাথুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে
মো. শহিদুল ইসলাম শহীদ (৩৭) এবং রফিকুল ইসলামের ছেলে মো. মিলন (২৬)

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নাগরপুর থানায় ২২ সেপ্টেম্বর ১৩ নং ক্রমিকে ১টি মাদক মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬ সালের ১৮ অক্টোবর নাগরপুর থানায় এফআইআর নং-২১ (ধারা-৪৪৮/৩২৩/৩৭৯/৫০৬/৩৪, পেনাল কোড ১৮৬০) এবং একই বছরের ২৬ মে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় এফআইআর নং-২১/৮৬ (ধারা-১৯(১) এর ৭(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০) মামলা দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “নাগরপুরে মাদককে জিরো টলারেন্সে আনার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। তারপরও আজ ইয়াবাসহ ২ জনকে রাথুরা থেকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”

নাগরপুর থানা পুলিশের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান ও সচেতনমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, পুলিশের এমন উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে এবং অপরাধ কমে আসছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version