নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নেত্রকোনার কেন্দুয়ার সন্তান ও ফায়ার সার্ভিসের নিবেদিত প্রাণ কর্মী শামীম আহমেদ (রুকেল)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর শৈশবের বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া। এর মাত্র কিছুক্ষণ আগে শামীমের সংকটাপন্ন অবস্থার খবর প্রকাশিত হয়েছিল।
প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত শামীম দায়িত্ব পালনকালে গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
শামীমের বাড়ি নেত্রকোর কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মাইজপাড়া বড় বাড়িতে। তাঁর বাবার নাম সাহেবের বাপ। সাংসারিক জীবনে তিনি ছিলেন তিনি সন্তানের জনক।
শামীমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও সহকর্মীরা বলছেন, দায়িত্ব পালনে নিবেদিত এই ফায়ার সার্ভিস কর্মীকে হারানো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।