কেশবপুর (যশোর):
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী হওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “দীর্ঘ এক যুগ পর কেশবপুরের মাটি ও মানুষের সেবা করার জন্য এসেছি। কেশবপুরের উন্নয়নে নিজেকে নিবেদিত রাখতে চাই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করছি।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শনিবার বিকেল ৫টার দিকে দীর্ঘ ১২ বছর পর নিজ জন্মভূমি কেশবপুরে ফেরেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তার বাড়ি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে। রাজনৈতিক কারণে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন তিনি। তার আগমনে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা ও যানবাহন নিয়ে হাজারো নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।