দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। রবিবার ঈশ্বরগঞ্জ পিস ফ্যাসিলেটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান হাবিব, উবায়দুল্লাহ রুমি, ওয়াইপিএজি’র কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমান প্রমুখ।

এসময় দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, শান্তি কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি মানুষের অধিকার। আমাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহনশীলতা ছাড়া প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা বলেন, সংঘাতমুক্ত সমাজ গড়তে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তরুণরাই শান্তির দূত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে দৃঢ় করতে পারে। পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদার বলেন, শান্তি মানে শুধু সংঘাতহীনতা নয়; ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি সদস্য উবায়দুল্লাহ রুমি বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস আমাদের মনে করিয়ে দেয়, এখনই সময় পদক্ষেপ নেওয়ার।

তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে। বক্তারা আরও বলেন, শান্তির সংস্কৃতি গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবাই মিলেই সংঘাতের পরিবর্তে সংলাপ, সহযোগিতা ও সমাধানের পথ বেছে নিতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version