(নোয়াখালী প্রতিনিধি- মোহাম্মদ শহিদ)
নোয়াখালী কবির হাট উপজেলা ধানসিঁড়ি ইউনিয়নে প্রবাসী সহিদ উল্ল্যাহ কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন ধানসিঁড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন এবং যুবলীগ নেতা আবুল কাশেম। চাঁদা না পেয়ে বিএনপির নেতা মহিন উদ্দিন এর নেতৃত্বে হামলা করেন প্রবাসী সহিদ উল্ল্যাহ উপর। জানা যায় প্রবাসী শহিদ উল্লাহ ১৭ই সেপ্টেম্বর প্রবাস থেকে বাড়িতে আসেন। বাড়ি আসার পর থেকে শহিদ উল্লাহ কাছে তিন লাখ চাঁদা দাবি করেন মহিন উদ্দিন ও যুবলীগ নেতা আবুল কাশেম এবং তার সহযোগিতারা একাধিক বাব চাঁদা দাবি করলে টাকা দিতে রাজি না হলো প্রবাসী সহিদ উল্লাহ উপর হামলা করেন ।
গতকাল বিকালে বিএনপির নেতা মহিন উদ্দিন এর নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করেন প্রবাসী শহিদ উল্লাহ উপর, এতে শহিদ উল্লাহ গুরুতর ভাবে আহত হন । পরবর্তী স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বর্কতমানে কবির হাট উপজেলা ৫০ শয্য সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন । এতে শহিদ উল্লাহ স্ত্রী হরাণী বেগম মহিন উদ্দিন এবং আবুল কাশেম, সাহাব উদ্দিন, আলা উদ্দিন সহ ৪ জন নামে কবির হাট থানায় চাঁদা দাবি এবং হামলার অভিযোগ দায়ের করেন। একাধিক সূত্রে জানা যায় ৫ই আগস্টের পর থেকে কবিরহাট উপজেলা ধানসিড়ি ইউনিয়নে ৭ নং ওয়ার্ড় বিএনপি নেতা মহিন উদ্দিন নেতৃত্বে চাঁদাবাজি দখলবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার চাঁদাবাজি দখল বাজির কারণে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ।
এই বিষয় সহিদ উল্লাহ হরানী স্ত্রী বেগম বলেন, মহিন উদ্দিন, আবুল কাশেম, তাদের সহযোগীরা আমার স্বামী বিদেশ থেকে আসার পর থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন । টাকা না দেওয়া কারণে আমার স্বামীর উপর হামলা করেন, আমি হামলা কারীদের বিচারের দাবি জানাই। অন্যদিকে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা আবুল কাশেম বিএনপির নেতা মহিন উদ্দিন এর সহযোগী হিসেবে কাজ করেন। আবুল কাশেম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি তার বিরুদ্ধে কোর্টে মামলা চলমান রয়েছে। এই বিষয় মহিন উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা আমার দোকানে হামলা করেন। তিন লাখ টাকা চাঁদা দাবি কথা জানতে চাইলে তিনি বলেন আপনার সাথে দেখা করব বলে কল কেটে দেন