নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব কবি বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক প্রধান শিক্ষক স্বপন সান্যালসহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম বলেন, প্রতিটি পূজা মন্ডপই আমাদের কাছে গুরুত্বপুর্ন। উৎসব মূখর ও শান্তিপূর্ণভাবে পরিবেশ যেনো, কোন অবস্থাতেই বিঘœ না ঘটে। এ বিষয়ে পুলিশ সর্বদা সোচ্চার আছে। সুন্দরভাবে পূজা উদযাপন করার সার্থে যা যা করণীয়, সে সম্পর্কে উপস্থিত সকলেই মতামত ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশ যেনো নস্ট না হয়, এ বিষয়ে সকলকে সজাক থাকার আহবান জানান তিনি।