গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় টোক ইউনিয়নের ১৬ নম্বর কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ সেপ্টেম্বর (বুধবার) টিফিনের সময় পার্শ্ববর্তী দোকান থেকে ‘আঁখি মিল্ক লজেন্স’ খাওয়ার কিছুক্ষণ পর ৮ জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেন। অসুস্থ শিক্ষার্থীরা সবাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, চকলেট খাওয়ার পর শিক্ষার্থীদের বমি হয়।
সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষকে জানালে তিনি শিক্ষার্থী শিহাব, চম্পা, সুবর্না, মিম আক্তার, মারিয়া, মিম ও সুমাইয়া সহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তুহিন নামে অপর এক শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার জানান- পার্শ্ববর্তী জাহানারার দোকানের মিল্ক ক্যান্ডি লজেন্স খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থ শিক্ষার্থীরা বাড়িতে ফিরে গেছে। সবাই আশঙ্কামুক্ত।
ধারণ করা হচ্ছে নিম্নমানের এবং অস্বাস্থ্যকর চকলেট খাওয়াতে এ ঘটনা ঘটে থাকতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইঁয়া জানান- বিদ্যালয়ের আশপাশে কোন দোকান থাকতে পারবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবো। যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম জানান- বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।