দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

হলি সিয়াম শ্রাবণ: ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর/২৫) বর্ণিল শোভাযাত্রা, কেককাটা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, আমি অভিভূত। স্বজনদের জনকল্যাণমুখী প্রত্যেকটি কর্মসূচী আমাকে অনুপ্রাণিত করেছে। এসব কর্মসূচী আলোকিত মানুষ গড়তে ও সুন্দর বাংলাদেশ বির্নিমাণ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বদরুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছ উদ্দিন, গৌরীপুর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল জলিল মুন্শী, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এইচ এম আলী আহাম্মদ, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা, রির্পোটার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক শামীম খান, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রমজানুর রহমান নাজিম।

স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, নাদিরা জামান পান্না, যুগ্ম সম্পাদক লুৎফা রূপা, মহিলা কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান রেখা, নাফিসা হৃদি, চায়না রানী সরকার, উপজেলা স্বজনের সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, আনোয়ার হোসেন শরীফ, কবি অনামিকা সরকার প্রমুখ।

স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, ‘বিশুদ্ধ অক্সিজেন-সবুজ পৃথিবী চাই’ স্লোগানে আজ বৃহস্পতিবার ১০হাজার শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন হবে। এছাড়াও শনিবার হোসেনপুর জমিদারবাড়ি ও কটিয়াদী সত্যজিৎ বিশ্বাসের বাড়ি পরিদর্শন, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাল্যবিয়ে ও মাদকবিরোধী পথসভা-সমাবেশ এবং ভ্রমণ, ‘মুক্তমনে স্বপ্ন আঁকি’ স্লোগানে চিত্রাংকন প্রতিযোগিতা, ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ স্লোগানে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারাভিযান, সাংস্কৃতিক উৎসব, ‘অপ্রাপ্ত বয়সে বিয়ে, শিশু মা-অপুষ্ঠ শিশু- বাড়ায় দুর্ভোগ’ স্লোগানে প্রচারাভিযান, স্কাউটে স্বজন পরিবারের শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার, জিপিএ-৫ প্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।

 

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version