কে. এম. সাখাওয়াত হোসেন: পনের বছর বয়সি মাদরাসা পড়ূয়া নাবালিকাকে অপহরণ করতঃ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আবুল হাসিমকে (২২) গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১১ (সিপিএসসি) নরসিংদীর সহায়তায় র্যাব-১৪ (সিপিএসসি) ময়মনসিংহের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবুল হাসিম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দায়েরকৃত কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে গত শুক্রবার রাত সোয়া ৭টার দিকে অভিযুক্ত আবুল হাসিমকে নরসিংদীর সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, পনের বছর বয়সি নাবালিকা ভুক্তভোগী মাদরাসা যাওয়া আসার পথে আবুল হাসিম প্রেমের প্রস্তাবসহ উত্যক্ত করতো। ভুক্তভোগী গত ২৪ জুলাই মাদরাসায় যাবার পথে আবুল হাসিমসহ এ মামলায় অন্যান্য এজাহারনামীয় আসামিগণ সিএনজিতে করে জোরপূর্বকভাবে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আদালতে পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১২ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিটিশনটি মুক্তাগাছা থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলা রুজুর পর র্যাব-১৪ ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে।
র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আবুল হাসিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত ভুক্তভোগীকে নিরাপদ হেফাজত প্রদানের লক্ষ্যে মূক্তাগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।