ইবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগ চাইলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জমান খান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করা উচিত”
এ বিষয়ে তিনি বলে, “নির্বাচন সংক্রান্ত যে সমস্যা গুলো তৈরি হলো এর একটা দায় উপাচার্যের আছে। এত অনিয়ম, এত বড় সমস্যা সৃষ্টি হওয়ার পরে তাঁর দায়িত্বে থাকার নৈতিক অবস্থান দেখিনা। আমার তো মনে হয় জাকসু নির্বাচনের প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন, সব জায়গায় ফেল করেছে। এত সেনসেটিভ একটা জিনিস মানুষ এত অবহেলা করে পরিচালনা করতে পারে না।”
তিনি আরও বলেন, “উপাচার্য একজন জাতীয়তাবাদী সমর্থক হওয়ার পরও যদি জাতীয়তাবাদী শিক্ষকরা তার প্ল্যানিং থেকে সরে যায়, জাতীয়তাবাদী ছাত্ররা তার সঙ্গ থেকে সরে যায়, তাহলে উনার দায়িত্ব পালনের জায়গাটা থাকে কোথায়? প্রশাসন পরিচালনায় যাদের সমর্থন তাঁর বেশি পাওয়ার কথা, তারা যদি তাঁর সাথে না থাকে তাহলে উনি কাদের সমর্থনে প্রশাসন পরিচালনা করবেন?”
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ছাড়াও আরও চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট বর্জন করে নির্বাচনি দায়িত্ব ছেড়েছেন বিএনপিপন্থী তিন শিক্ষক ও একজন নির্বাচন কমিশনের সদস্য পদত্যাগ করেছেন।