সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫ টায় জেলা পরিষদ ডাকবাংলাতে মতবিনিময় সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আক্কাস আলী সভাপতিত্বে এবং উপজেরা যুবদলের যুগ্ন আহব্বায়ক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদস্য, কেন্দ্রীয় যুবদল ও নওগাঁ৪৬/১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) মাহমুদুস সালেহীন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহব্বায়ক মাসুদ হায়দার (টিপু),বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক এ কে এম রওশান উল ইসলাম,যুগ্ন আহব্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু,যুগ্ন আহব্বায়ক রুবেল হোসেন, ময়নুল হক লিটন,কহিনুল ইসলাম মিলি, নাসিম ইকবাল পলাশ,নওগাঁ জেরা যুবদলের সদস্য জুয়েল হক, উপজেলা যুবদলের হাসনাত রেজা, মুরাদ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় ৬ টি ইউনিয়নের যুবদলের সভাপতি/সম্পাদক সহ সহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন সামনের যুবদলের কমিটিতে যারা ৫ আগস্টের আগে আন্দোলন মিছিল মিটিং এ উপস্থিত ছিলেন মামলা হামলা ও জেল খেটেছেন তাদের মূল্যায়ন করা হবে এবং প্রতিটি যুবদলের ইউনিটকে শক্তিশালী করে গড়ে তুলে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে যুব দলকে সুসংগঠিত করার উদ্দেশ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় এবং বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।