ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোলাইমান তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খাইরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন। পরে শাহ আজিজুর রহমান হল রিডিং রুম উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কমিটি ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কামরুল হাসান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল মীর, দপ্তর সম্পাদক হাসান তারেক, অর্থ সম্পাদক আব্দুল্লাহ নূর মিনহাজ, সহ- অর্থ সম্পাদক মোজাম্মেল, তথ্য ও প্রচার সম্পাদক তামিম আশরাফ, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম, বাংলা বির্তক সম্পাদক মানিক ইসলাম সৌরভ, ইংরেজি বির্তক সম্পাদক তানভীর হাসান রবিন ও বির্তক গবেষণা সম্পাদক আশিদুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মাহমুদ ও রাশেদুল ইসলাম রাকিব।
নব নির্বাচিত সভাপতি সোলাইমান তালুকদার বলেন, “ধন্যবাদ জানাচ্ছি আমাদের হল প্রশাসন ও প্রভোস্ট স্যার কে আমাদের নতুন রুম থেকে শুরু করে ডেকোরেশনসহ সকল কিছুতে সাপোর্ট দেয়ার জন্য। আমরা চাই আমাদের এই সোসাইটি একটি মডেল ডিবেটিং সোসাইটি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এবং আমাদের এই ডিবেটিং সোসাইটির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তির আলোয়ে উদ্ভাসিত হয়ে দক্ষ নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজেকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করবে।”