দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও বিচার অতি দ্রুত নিশ্চিত এবং ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির প্রদত্ত ২৪ দফা সংবলিত ১১০টি প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইবি শাখা ছাত্রশিবির। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফী, আন্তর্জাতিক ও এডুকেশন এ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইবি শাখার সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদ আব্দুল্লাহর লাশ ৫৩ দিনে আগে ইবির হল পুকুরে পাওয়া গেলেও প্রশাসন কর্তৃক দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই হত্যা মামলাটি এখনো পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থার হাতে না দিয়ে হেডকোয়াটারে ঝুলিয়ে রাখা হয়েছে। কোন শক্তির কারণে এই মামলাটি এখনো তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হচ্ছে না? এটা আমরা জানতে চাই। আমাদের দাবি সাজিদ আব্দুল্লাহর হত্যার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আগামী দুইদিনের মধ্যে তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করতে হবে। তা নাহলে সাধারণ ছাত্রদের নিয়ে ইবি ছাত্রশিবির ক্যাম্পাস অচল করে দিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি যুগপযোগী ছাত্রবান্ধব ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে, গত আগস্ট পরবর্তীতে ২৪ দফা দাবি সম্বলিত ১১০ টি প্রস্তাবনা প্রশাসন বরাবর পেশ করেছিলাম। এই প্রস্তাবনার সিংহভাগ প্রশাসন বাস্তবায়নের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাই অতিসত্বর শিক্ষার্থী বান্ধব এই প্রস্তাবনা গুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ইকসু গঠনে একটি কমিটি গঠন করা হলেও এর কোনো বাস্তব প্রদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।”

প্রসঙ্গত, ইবি ছাত্রশিবিরের ২৪ দফা দাবি গুলো হলো—আওয়ামী দুঃশাসনে অনিয়মের তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, আবাসিক হল সংক্রান্ত, বিভাগ, অনুষদ ও একাডেমিক কার্যক্রম, নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস, কেন্দ্রীয় গ্রন্থগার সংস্কার, ধর্মীয় উপাসনালয়, চিকিৎসা সেবা প্রবৃদ্ধি, ছাত্র সংসদ, প্রশাসনিক কার্যক্রম, গবেষণা বৃদ্ধি, পরিবহন সেবা, ভর্তি পরীক্ষা, আইআইইআর, মরণব্যাধি নিরাময় তহবিল ও ছাত্রকল্যাণ ফান্ড, গ্রিন ক্যাম্পাস-ক্লিন ক্যাম্পাস, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন চালু বিষয়ক, মননশীল সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া ও শরীরচর্চা ক্ষেত্র, নিয়োগ প্রক্রিয়া, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন ও বিবিধ সংস্করণ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version