গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলায় মাদকবিরোধী অভিযানে মেম্বারের ছেলেসহ তিন যুবককের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত গত (৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচালিত অভিযানে এ সিদ্ধান্ত দেন। আদালতের কার্যক্রমে জানা গেছে, অন্তর খন্দকার (২০), সৌরভ হোসেন (২৩) ও মারুফ খন্দকার (২৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হন। আদালত তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্দেশ থাকে, অর্থদণ্ড পরিশোধ না করলে প্রতিটি যুবককে আরও ১ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। তারা হলেন ফুলছড়ি উপজেলার গ্রামের জিয়াউল খন্দকারের ছেলে অন্তর খন্দকার (২০),। গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিন সিংহা গ্রামের সেলিম হোসেনের ছেলে সৌরভ হোসেন (২৩), ও পলাশবাড়ী উপজেলার বালাবামুনিয়া গ্রামের ফকিরহাট এলাকার সাবেক মেম্বার আলাল খন্দকারের ছেলে মারুফ খন্দকার (২৪), তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হোন। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।