টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঋতু বৈচিত্র্যময় বাংলাদেশে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে ছাতা ছাড়া চলাফেরা অসম্ভব। বর্ষায় জনসাধারণের নির্ভীঘ্নভাবে চলাফেরার সুবিধায় উপজেলার সকল ইউনিয়নে ছাতা বিতরণ কার্যক্রমটি আজ শনিবার দুপুরে উদ্বোধন করা হয়। এর ধারাবাহিকতায় নাগরপুর সদর ইউনিয়নের ৩৫০ জনসাধারণের মাঝে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আশিকুর রহমান তুহিনের পক্ষে থেকে ছাতা বিতরণ করা হয়।
৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে প্রয়াত সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির সাংসদ গৌতম চক্রবর্তীর বাসায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. আশিকুর রহমান তুহিনের অর্থায়নের ছাতা বিতরণ অনুষ্ঠানটি নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহ-সভাপতি শীব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রেজা, সন্মানিত সদস্য মো. আশিকুর রহমান নিশাত সহ বিভিন্ন নেতাকর্মীরা।